ষ পৃষ্ঠা ৫
- Bengali Word ষড়যন্ত্র, ষড়, ষড়্যন্ত্র English definition [শড়োজন্ত্রো, শড়্, শড়্জন্ত্রো] (বিশেষ্য) ১ সমূহ ক্ষতি করার ছয় রকমের আভিচারিক উপায়, (তা থেকে) চক্রান্ত; কূটকৌশল; অন্যায়ভোবে ফাঁদে ফেলার জন্য প্রতিকূল ব্যক্তিদের কুমন্ত্রণা কৌশলজাল। ২ একাধিক ব্যক্তির কূটপরামর্শ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+যন্ত্র; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়রস, ষড়্রস English definition [শড়োরশ্, শড়্রশ্] (বিশেষ্য) লবণ, অম্ল, কসায়, কটু, তিক্ত, মধুর-খাদ্যের এই ছয় প্রকার রস বা স্বাদ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+রস}
- Bengali Word ষড়রিপু, ষড়্রিপু, ষড়বর্গ, ষড়্বর্গ English definition [শড়োরিপু, শড়্রিপু, শড়োবর্গো, শড়্বর্গো] (বিশেষ্য) কাম, ক্রোধ, লোব, মোহ, মদ, মাৎসর্য-এই ছয়টি রিপু বা শত্রু। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+রিপু, বর্গ}
- Bengali Word ষড়লবণ, ষড়্লবণ English definition [শড়োলবোন্, শড়্লবোন্] (বিশেষ্য) সৈন্ধব, সমুদ্র, বিট, সৌবর্চল, উদ্বিজ্জ, মৃত্তিকাজাত-এই ছয় প্রকারের লবণ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+লবণ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়শীতি English definition [শড়োশিতি] (বিশেষ্য), (বিশেষণ) ছিয়াশি সংখ্যা বা সংখ্যক। ষড়শীতিতম (বিশেষণ) ছিয়াশি সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+অশীতি}
- Bengali Word ষড়ানন English definition [শড়ানন্] (বিশেষ্য) ১ ছয় মুখ যার; কার্তিকেয়। □ (বিশেষণ) ছয় মুখ এমন। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+আনন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষড়াম্নায় English definition [শড়াম্নায়্] (বিশেষ্য) ছয় প্রকার তন্ত্রশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+আম্নায়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়ৈশ্বর্য English definition [শড়োইশ্শর্জো] (বিশেষ্য) প্রভুত্ব, পরাক্রম, যশ, সম্পদ, জ্ঞান, বৈরাগ্য-একত্রে এই ছয়টি গুণ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ঐশ্বর্য; (কর্মধারয় সমাস)}