অ পৃষ্ঠা ৫৭
- Bengali Word অপাবৃণু English definition [অপাব্রিনু] (বিশেষণ) আবৃত করা যায় না এমন; অনাচ্ছাদ্য (হে পূষণ, হে পরিপূর্ণ অপাবৃণু, তোমার হিরণ্ময়পাত্রের আবরণ খোলো- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অপ+আ+√বৃ+লোট্, মধ্যম পুরুষ একব}
- Bengali Word অপার English definition [অপার্] (বিশেষণ) ১ অসীম; কুলহীন (অপার ভুবন, উদার গগন-রবীন্দ্রনাথ ঠাকুর)।২ অগাধ; গভীর (দক্ষিণে যার অপার সাগর দোলা-রশীদ খাঁন)।{(তৎসম বা সংস্কৃত )অ+পার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপারক , অপারগ English definition [অপারোক, অপারোগ] (বিশেষণ) অসমর্থ; অক্ষম (আমরা সেগুলির যাথার্থ্য গ্রহণ করতে সম্পূর্ণ অপারগ-মুঃ আবদুর রাজ্জাক)। অপারগতা (বিশেষ্য) অক্ষমতা; অসামর্থ্য। {স,অ(নঞ্)+পারগ, পারক; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপারেটর English definition [অপারেটর্] (বিশেষ্য) ১ যন্ত্রচালক; যে যন্ত্রাদি চালনা করে। ২ যন্ত্র চালনায় দক্ষ ব্যক্তি। {ইংরেজী operator}
- Bengali Word অপার্থিব English definition [অপার্থিব্] (বিশেষণ) অলৌকিক; পৃথিবীর নয় এমন। অপার্থিবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অলোকসম্ভূতা; পৃথিবীর বস্তু-স্পর্শ শূন্য (নারী হ’য়ে রক্তমাংসহীন, অপার্থিবা –বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পার্থিব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপার্যমানে English definition [অপার্জোমানে] (ক্রিয়াবিশেষণ) অপারগতায়; অক্ষমতার জন্য না পারলে। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পার্যমান>}
- Bengali Word অপায় English definition [অপায়্] (বিশেষ্য) ক্ষতি; অমঙ্গল। {(তৎসম বা সংস্কৃত)অপ+√ই+অ(অচ্)}
- Bengali Word অপিক্ষিত English definition ⇒ অপেক্ষা
- Bengali Word অপিচ English definition [ওপিচ/ওপিচো] (অব্যয়) আরও; অধিকন্তু। {(তৎসম বা সংস্কৃত)অপি+চ}
- Bengali Word অপিনদ্ধ English definition [অপিনি্ধো] (বিশেষণ) পরিহিত; শরীরের আবরকরূপে বন্ধন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অপি+নদ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপিনিহিত English definition ⇒ অপিনিহিত
- Bengali Word অপিনিহিতি English definition [ওপিনিহিতি] (বিশেষ্য) শব্দ মধ্যে ই বা উ থাকলে যথাস্থানের পূর্বে তা উচ্চারণ করার প্রবণতা; যেমন-সাধু> সাউধ; রাতি>রাইত ইত্যাদি। অপিনিহিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অপি+নি+√ধা+তি(ক্তিন্); ই, epenthesis}
- Bengali Word অপিশুন English definition [অপিশুন্] (বিশেষণ) অখল; সৎ। । {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পিশুন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপিস English definition ⇒ অফিস
- Bengali Word অপীন English definition [অপিনো/ওপিন্] (বিশেষণ) কৃশ; হালকা; পাতলা(অপীন দেহের পক্ষে আঁচলটা এত পর্যাপ্ত-অচিন্তকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পীন(স্থূল); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপুচ্ছ English definition [অপুচ্ছো] (বিশেষণ) পুচ্ছহীন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পুচ্ছ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপুত্রক , অপুত্র English definition [অপুত্ত্রক্, অপুত্ ত্র] (বিশেষণ) পুত্রহীন; নিঃসন্তান (তাঁহার অপুত্রক পিতৃব্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পুত্রক, পুত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপুপ , অপূপ English definition [অপুপ] (বিশেষ্য) ১ সিদ্ধ পুলি; পুরি বা পিষ্টক (ঘিয়ে ভাজা অল্প মিষ্ট অপুপ)। ২ রুটি; bread। ৩ পাঁউরুটি; loaf। {(তৎসম বা সংস্কৃত)অপ+√বিপ্+অ(অচ্); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপুষ্পক English definition [অপুশ্পক্] (বিশেষণ) ১ ফুল ধরে না এমন (জোগায়ে জীয়নরস অপুষ্পক বীজে-সুধীন্দ্রনাথ দত্ত) ২ ফুলহীন (পূর্ণ করে অপুষ্পক অঘ্রাণের প্রচ্ছন্ন প্রতিভা-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পুষ্পক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপূপ English definition ⇒ অপুপ