• Bengali Word আরফাত , আরাফাত English definition [আর্‌ফাত্, আরাফাত্] (বিশেষ্য) ১ মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান-প্রতি বৎসর জিলহজ্জ চাঁদের নয় তারিখে হাজীগণের এই ময়দানে সমবেত হওয়া হজ্জের অবিচ্ছেদ্য অঙ্গ। ২ মাঠ; ময়দান (এই বাঙলায় তোমরা আনিও মুক্তির আরফাত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)‘আরাফাহ}