- Bengali Word কাকু ২ English definition [কাকু] (বিশেষ্য) ১ রাগ; ভয়; শোক ইত্যাদির জন্য বিকৃত-কন্ঠস্বর; স্বরবিকৃতি।
২ বক্রোক্তি; বিপরীত অর্থজ্ঞাপক নঞর্থক বাক্য।
৩ কাকুতি মিনতি।
কাকুবাদ (বিশেষ্য) কাতর বাক্য; মিনতি।
কাকুক্তি (বিশেষ্য) ১ কাতরোক্তি।
২ বক্রোক্তি।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কক্ + উ(উণ্)}
- Bengali Word কাকুতি English definition [কাকুতি] (বিশেষ্য) ১ কাতর অনুনয়; মিনতি (সুগ্রীবেরে জানাইও আমার কাকুতি-কৃত্তিবাস ওঝা)।
২ খেদোক্তি।
কাকুতি-মিনতি (বিশেষ্য) অনুনয়-বিনয়।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাকূক্তি>কাকুতি}
- Bengali Word কাকুধ্বনি English definition [কাকুদ্ধোনি] (অব্যয়) কাতর ধ্বনি; আকুতি (তোর কাকু ধ্বনিতে মধ্যাহ্ন সকরুণ-রবীন্দ্রনাথ ঠাকুর)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাকু+ধ্বনি}