• Bengali Word কুবচন , কুবাক্য , কুবাণী English definition [কুবচোন্‌, কুবাক্‌কো, কুবানি] (বিশেষ্য) ১ কুৎসিত কথা; অশ্লীল বাক্য; কটুকথা (পদাঘাত করি তারে কহিল কুবাণী-মাইকেল মধুসূদন দত্ত) ২ কুৎসা; নিন্দা (দুহিতার কুবচন শুনিয়া জননী-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বচন, বাক্য, বাণী; (কর্মধারয় সমাস)}