- Bengali Word বিক্রম English definition [বিক্ক্রম] (বিশেষ্য) ১ বল; শক্তি।
২ প্রতাপ; পরাক্রম; বীরত্ব; শৌর্য।
বিক্রমশালী, বিক্রমী, বিক্রান্ত (বিশেষণ) শক্তিশালী; পরাক্রান্ত; বীর (পাঁচ হাজার বিক্রান্ত জাঠ সৈন্যসহ আসিয়া শত্রুদলনে প্রবৃত্ত হইলেন-ইসমাইল হোসেন শিরাজী)।
{(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিক্রমাদিত্য English definition [বিক্ক্রোমাদিত্তো] (বিশেষ্য) ১ উজ্জয়িনীর বিখ্যাত রাজা, বলা হয়, তাঁর নবরত্ন সভায় কবি কালিদাস ছিলেন অন্যতম রত্ন।
২ বহু প্রাচীন রাজার উপাধি।
{(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিক্রমী English definition ⇒ বিক্রম