- Bengali Word বিচলিত, বিচল English definition [বিচোলিতো, বিচল্] (বিশেষণ) ১ চঞ্চল; অস্থির; অধীর; কম্পিত; আলোড়িত; চ্যুত (পিছল পথে বিচল গতি পারব এখন আটকাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)।
২ উদ্বিগ্ন; ব্যাকুল (এত বিচলিত হলে চলবে কেন?) বিচলা, বিচলিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) ।
বিচলন (বিশেষ্য) চঞ্চলতা; অস্থিরতা; অধৈর্য; আলোড়ন; উদ্বেগ; ব্যাকুলতা; স্খলন।
{(তৎসম বা সংস্কৃত) বি+√চল্+ত(ক্ত), অ(অচ্)}
- Bengali Word অবিচল , অবিচলিত English definition [অবিচল্, অবিচোলিতো] (বিশেষণ) ১ অচঞ্চল; স্থির (ভিজতে ভিজতে অবিচল জনতা তখনো গাইছে-মনোজ বসু)।
২ অব্যাকুল।
{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিচর; বিচলিত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}