• Bengali Word বিড়া, বিড়ে, বিঁড়া, বিঁড়ে English definition [বিড়া, বিড়ে, বিঁড়া, বিঁড়ে] (বিশেষ্য) ১ পাত্রাদি বসানোর জন্য খড়কুটা বা বস্ত্র দ্বারা তৈরি বেষ্টনী (বিড়ার উপরে রাখা কলসি)। ২ মাথার বোঝা বা ভার বহনের জন্য বস্ত্রাদি নির্মিত বেষ্টনীবিশেষ (মাথার উপরে গামছার বিড়া-কাজী আবদুল ওদুদ)। ৩ পানাদি জড়িয়ে বাঁধা গোছা; ৮০টি বা বা কুড়ি গণ্ডা পানের গোছা (মিঠা পান মিঠা গুরু চুন পাথরিয়া। রাখে ছুটা বিড়া বান্ধি খিলি সাজাইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বীটি/বীটিকা>}
    • Bengali Word বিড়াল, বেড়াল English definition [বিড়াল্‌, বেড়াল্‌] (বিশেষ্য) সুপরিচিত লোমশ চতুষ্পদ গৃহপালিত প্রাণীবিশেষ; মার্জার; felis catus। ২ বিড়ালের আকৃতিবিশিষ্ট একই প্রজাতির কয়েকটি বন্যপ্রাণী (বনবিড়াল)। বিড়ালি, বিড়ালী( স্ত্রীলিঙ্গ) । বিড়ালতপস্বী (বিশেষ্য) (আলঙ্কারিক) সাধুর বেশে দুষ্ট লোক; ভণ্ড বা কপট ব্যক্তি। বিড়ালাক্ষী, বিড়ালচোখী (বিশেষণ) চোখের তারা কালো নয় এমন (স্ত্রীলোক); বিড়ালের চোখের মতো কটা (এই উট-কপালী বিড়ালাক্ষী মায়াবিনীর সহিত-রাজশেখর বসু (পরশু))। বিড়ালের গলায় ঘন্টা বাঁধা (ক্রিয়া) আসল ঝুঁকি নেওয়া। বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া (ক্রিয়া) ভাগ্যক্রমে প্রত্যাশিত সুযোগ লাভ করা। {(তৎসম বা সংস্কৃত) √বিড়্+আল(কালন্‌)}
    • Bengali Word উদ ১, উদ্বিড়াল English definition [উদ্‌, উদ্‌বিড়াল্] (বিশেষ্য) জলচর প্রাণীবিশেষ; ভোঁদড়। {(তৎসম বা সংস্কৃত) উদ্র>(প্রাকৃত) উদ্দ>; (তৎসম বা সংস্কৃত) উদক>}