- Bengali Word বেজাত English definition [বেজাত্] (বিশেষ্য) ১ অন্যজাত।
২ জাতিচ্যুত।
□ (বিশেষণ) অবৈধ বা জারজ।
{(ফারসি) বে + (আরবি) যাত; (ফারসি) বে + (তৎসম বা সংস্কৃত) জাত}
- Bengali Word বিজাত, বেজাত English definition [বিজাত, বেজাত] (বিশেষণ) ১ জারজ; বেজন্মা; অবৈধভাবে জাত।
২ ভিন্ন জাত বা জাতি (তোদের জাত ভগীরথ এনেছে জাত/জাতবিজাতের জুতা ধোয়া-কাজী নজরুল ইসলাম)।
⇒ বেজাত।
{(তৎসম বা সংস্কৃত) বি+√জন+ত(ক্ত)}