S পৃষ্ঠা ৯৫
- English Word subcontract Bengali definition [সাবকন্ট্র্যাক্ট্] (noun) পূর্ববর্তী চুক্তি বা চুক্তির অংশবিশেষ নিষ্পন্ন করার জন্য চুক্তি; অধীন চুক্তি। □ (verb transitive), (verb intransitive) [সাবকন্ট্র্যাক্ট্(র্) America(n) সাবকনট্র্যাকট্(র্)] অধীন চুক্তি (সম্পাদন) করা। subcontractor [সাব্কান্ট্র্যাকটা(র্) America(n) সাবকনট্র্যাকটা(র্)] (noun) অধীনচুক্তিদার।
- English Word subcutaneous Bengali definition [সাব্ক্যিঊটেইনিআস্] (adjective) ত্বকের নিম্নবর্তী; তকনিম্নস্থ: subcutaneous parasites; a subcutaneous injection.
- English Word subdivide Bengali definition [সাব্ডিভাইড্] (verb transitive), (verb intransitive) আরো বিভাগ করা বা বিভক্ত হওয়া; উপরিভাগ করা; উপবিভক্ত করা/হওয়া। subdivision [সাব্ডিভিজ্ন্] (noun) [uncountable noun] উপবিভাজন; পুনর্বিভাজন; [countable noun] উপবিভাগ; উপশাখা; উপবিষয়; অংশাংশ; উপাঙ্গ; উপপ্রকরণ; মহকুমা।
- English Word subdue Bengali definition [সাব্ডি America(n) সাব্ডূ] (verb transitive) (১) নিয়ন্ত্রণে/বশে/আয়ত্তে আনা; বশীভূত/পরাভূত করা; কাবু/‘মন করা: subdue the tropical jungle/one’s passions. (২) উগ্রতা, উচ্চতা বা তীব্রতা হ্রাস করা; কোমলতর/মৃদুতর/শান্ততর করা। subdued (past participle) প্রশমিত; শমিত; চাপা; দমিত: subdued voices/lights ; a tone of subdued satisfaction.
- English Word subedit Bengali definition [সাব্এড্যিট] (verb transitive) (পত্রপত্রিকায়) সহ-সম্পাদকরূপে কাজ করা। subeditor [সাব্এড্যিটা(র্)] (noun) সহ-সম্পাদক।
- English Word subfamily Bengali definition [সাব্ফ্যামালি] (noun) বংশশাখা; উপবংশ; উপগোত্র।
- English Word subfuse Bengali definition [সাব্ফাস্ক] (adjective) কালচে; ঈষৎকৃষ্ণ; ম্যাড়মেড়ে। □ (noun) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কালো রঙের আনুষ্ঠানিক পোশাক।
- English Word subheading Bengali definition [সাব্হেডিঙ্] (noun) [countable noun] প্রবন্ধের অংশবিশেষের বিষয়বস্তু নির্দেশক শব্দগুচ্ছ; উপশিরোনামা।
- English Word subhuman Bengali definition [সাব্হিঊমান্] (adjective) সম্পূর্ণ মানবিক নয়; মানুষের চেয়ে পশুর সঙ্গেই অধিক সাদৃশ্যযুক্ত; মানবেতর; মনুষ্যেতর।
- English Word subjacent Bengali definition [সাব্জেইস্ন্ট্] (adjective) (১) অধঃস্থ; অধোলগ্ন; অধঃস্থিত; অধোবর্তী।
- English Word subject 1 Bengali definition [সাব্জিক্ট্] (adjective) (১) অধীন; পরাধীন; পরায়ত্ত: a subject province; subject peoples. (২) be subject to বাধ্য/অধীন/অনুবর্তী হওয়া: Every citizen is subject to the. law of the land. (৩) subject to প্রবণ; ধাতযুক্ত: He is subject to colds, সর্দির ধাত আছে। (৪) subject to (adjective), (adverb) -সাপেক্ষ; -সাপেক্ষে: The schedule is subject to change. subject to contract (আইন সম্বন্ধীয়) চুক্তি সম্পাদনসাপেক্ষ। subject to prior sale নিলাম ইত্যাদির তারিখের পূর্বে আরো প্রস্তাব আসার আগে বিক্রয় করা হয়নি এই শর্তে; পূর্ববিক্রয়সাপেক্ষে।
- English Word subject 2 Bengali definition [সাব্জিক্ট্] (noun) (১) রাষ্ট্রের প্রধান শাসক ব্যতীত অন্য যেকোনো সদস্য; প্রজা, নাগরিক। দ্রষ্টব্যcitizen (প্রজাতান্ত্রিক দেশে অধিকতর কাম্য ও প্রচলিত)। (২) বিষয়; প্রসঙ্গ; প্রস্তাব; আলোচ্য: an interesting subject of conversation; the subject of a poem/picture. change the subject বিষয় পরিবর্তন করা; প্রসঙ্গান্তরে যাওয়া। on the subject of বিষয়ে; সংক্রান্ত; সম্পৃক্ত। subject matter (noun) [uncountable noun] বিষয়বস্তু (রচনাশৈলীর বিপরীত)। (৩) যে বস্তু, ব্যক্তি বা প্রাণীকে নিয়ে কারবার; বিষয়: a subject for experiment/discussion. (৪) subject for something যে পরিস্থিতি থেকে কোনোকিছু উদ্ভূত হয়; বিষয়: a subject for pity/ridicule/congratulations. (৫) কোনো নির্দিষ্ট (সাধারণত অবাঞ্ছিত) প্রবণতাসম্পন্ন ব্যক্তি; রোগী; গ্রস্ত ইত্যাদি: a hysterical subject, উন্মাদপ্রবণ। (৬) (ব্যাকরণ) উদ্দেশ্য (বিধেয়ের বিপরীত); কর্তা (কর্মের বিপরীত)। (৭) (সংগীত) মূলসুর; ধ্রুবপদ।
- English Word subject 3 Bengali definition [সাব্জেক্ট্] (verb transitive) subject to ১ নিয়ন্ত্রণে আনা; বশীভূত/অধীন করা: England subjected many countries to its rule. (২) আস্পদ/পাত্র করা; অধীন করা: subject oneself to criticism/ridicule. To test its strength the metal was subjected to great pressure. subjection [সাব্জেক্শ্ন্] (noun) [uncountable noun] দমন; বশ্যতা; পরাধীনতা; পরবশ্যতা: The country was held in subject for two hundred years.
- English Word subjective Bengali definition [সাব্জেকটিভ্] (adjective) (১) (ভাব, অনুভূতি ইত্যাদি) মনোগত; আত্মনিষ্ঠ; আত্মমুখ; মনঃকল্পিত; বিষয়ীকেন্দ্রিক: a subjective impression. (২) (শিল্প, শিল্পী, সাহিত্য ইত্যাদি) (বাস্তববাদী শিল্প, সাহিত্য ইত্যাদির বিপরীত) আত্মগত; আত্মলীন; বিষয়ীকেন্দ্রিক। (৩) (ব্যাকরণ) কর্তা বা উদ্দেশ্যবিষয়ক। subjectively (adverb) আত্মগতভাবে। subjectivity [সাব্জেক্টিভাটি] (noun) [uncountable noun] আত্মনিষ্ঠতা; আত্মমাত্রিকতা।
- English Word subjoin Bengali definition [সাব্জয়ন্] (verb transitive) (আনুষ্ঠানিক) শেষে সংযুক্ত করা; অনুযোজিত করা: subjoin a postscript to a letter.
- English Word subjugate Bengali definition [সাব্জুগেইট্] (verb transitive) জয়/পরাভূত/দমন করা; বশ্যতাস্বীকারে বাধ্য করা; করায়ত্ত করা। subjugation [সাব্জুগেইশ্ন্] (noun) [uncountable noun] জয়; বিজয়; দমন; পরাভূত; পরাজয়; নিগ্রহ: subjugate of one’s enemies, শত্রুদমন; subjugate of one’s passions, ইন্দ্রিয়দমন; ইন্দ্রিয়নিগ্রহ।
- English Word subjunctive Bengali definition [সাব্জাঙ্টিভ্] (adjective) (ব্যাকরণ) শর্ত, অনুমান, সম্ভাবনা ইত্যাদি সূচক, সংশয়ার্থ। □ (noun) [uncountable noun, countable noun] (ক্রিয়ার) সংশয়ার্থ ভাব; সংশয়ার্থ ক্রিয়ারূপ।
- English Word sublease Bengali definition [সাব্লীস্] (verb transitive), (verb intransitive) নিজের ইজারা নেওয়া জমি, বাড়ি ইত্যাদি অন্য ব্যক্তির কাছে ইজারা দেওয়া; দর-ইজারা দেওয়া। □ (noun) দর-ইজারা। subleasee (noun) দর-ইজারাদার। subleaseor (noun) দর-ইজারাদাতা।
- English Word sublet Bengali definition [সাব্লেট্] (verb transitive), (verb intransitive) (sublet, subletting, sublets) (১) নিজের ভাড়া করা বাড়ি, ঘর ইত্যাদি অন্য ব্যক্তিকে ভাড়া দেওয়া; কোর্ফা ভাড়া দেওয়া। (২) চুক্তিমাফিক কাজের (যেমন কারখানা নির্মাণের) অংশবিশেষ অন্য কাউকে দেওয়া; আংশিক/কোর্ফা ঠিকা দেওয়া।
- English Word sublieutenant Bengali definition [সাবলাটেনান্ট্ America(n) সাবলূটেনান্ট্] (noun) লেফটেনান্টের অব্যবহিত অধস্তন নৌকর্মকর্তা; সাব-লেফটেনান্ট।