• Bengali Word fight 2 English definition [ফাইট্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle fought) [ফোট্] ১ যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা: to fight poverty. The dogs were fighting over a bone. The people of Bangladesh fought for their independence.
    The dogs were fighting over a bone. The people of Bangladesh fought for their independence. fight to a finish সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ করা। fight shy of দূরে দূরে থাকা; জড়িত হয়ে না-পড়া। (২) দ্বন্দ্বে প্রবৃত্ত হওয়া: fight a battle/duel/an election. (৩) fight something down হারিয়ে দেওয়া; জয় করা। fight down a feeling of repugnance. fight somebody/something off দূর করা, তাড়িয়ে দেওয়া: He fought off a cold by taking medicine. fight ones way forward/out (of) যুদ্ধ করতে করতে এগিয়ে যাওয়া। fight it out নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া, শেষ পর্যন্ত সংগ্রাম করা: The captain fought his ship well. fighter (noun) যোদ্ধা; শত্রুর বোমারু বিমানকে ঘায়েল করার জন্য পাঠানো যুদ্ধবিমান: jet-fighter, (attributive(ly)) a fighter pilot. fighting [noun] [uncountable noun] street fighting. a fighting chance আপ্রাণ চেষ্টা করলে শেষ পর্যন্ত যে সাফল্য লাভ করা যেতে পারে। fighting cock (noun) লড়াকু মোরগ; ঝগড়াটে লোক; নাছোড়বান্দা।