• Bengali Word now English definition [নাউ] (adverb) ১ এখন; বর্তমান পরিস্থিতিতে।
    (২) (preposition(al)- এর পরে ব্যবহৃত): Till now she is all right. (৩) (বাক্যাংশ) (every) now and then/again মাঝে মধ্যে; কখনো সখনো; সময়ে সময়ে; কখনো কখনো: They visit their parents every now and then. now...now/then...একবার ...আরেকবার: She is very moody, now cheery, now /then melancholic. (৪) এক্ষুনি; এই মুহূর্তে; অবিলম্বে: Now or never. just now, দ্রষ্টব্য just 2 (৬). (৫) (সময়ের সঙ্গে সম্বন্ধনিরপেক্ষভাবে বক্তার মেজাজ নির্দেশ করতে/কারণ ব্যাখ্যা, সতর্কীকরণ, সান্ত্বনাদান প্রভৃতি উদ্দেশ্যে ব্যবহৃত) এখন: Now the king was exceedingly angry; (ব্যাখ্যা); No monkey trick now (সতর্কীকরণ)। now, now; now then (বাক্যের শুরুতে, প্রায়ই প্রতিবাদ বা হুঁশিয়ারি হিসেবে কিংবা নিছক মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত) তা এখন: Now then, what can I do for you? □ (conjunction) যেহেতু: Now (that) you have approached me, I shall give you the correct information.