• Bengali Word open 1 English definition [ওউপান্‌] (adjective) ১ খোলা; উন্মুক্ত; open windows.
    open-eyed (adjective) খোলা- চোখ; সতর্ক; বিস্মিত। open-mouthed [ওউপান্‌ মাউথড্‌] (adjective) (ক) (খাদ্য ইত্যাদির জন্য) লোভাতুর। (খ) বিস্ময়ে বা না-বোঝার কারণে হাঁ করে আছে এমন। open vowel মুক্ত স্বরধ্বনি, যথা- অ, আ। open-work (noun) [uncountable noun] ফাঁক আছে এমন সুতির বা ধাতব তন্তুর কাজ: open work lace. (২) ঘেরা নয় এমন: the open country, বনবাদাড়হীন খোলা মাঠ। the open sea উপসাগরের মতো স্থলবেষ্টিত নয়; মুক্তসমুদ্র। an open river বরফ বা চড়ায় আটকানো নয় এমন খোলা নাব্য নদী। open water (adjective) নাব্য; বরফমুক্ত। an open prison মুক্ত কারাগার; যেখানে বিধিনিষেধ অপেক্ষাকৃত কম, বিশেষত যেটিতে নিয়মনিষ্ঠ বন্দিরা বাইরে কাজ করার জন্য বিনা বাধায় যেতে আসতে পারে। (৩) অনাচ্ছাদিত: an open boat; an open drain. open-air (noun) (attributive(ly) (adjective) মুক্তস্থানে অনুষ্ঠিত; মুক্তাঙ্গন; an open air theatre. (৪) ছড়ানো; মেলা; অনাবৃত: The box lay open on the floor. open-handed (adjective) আন্তরিক, দিলখোলা। with open arms (adjective) সস্নেহে; সোৎসাহে। (৫) অবারিত; সবার জন্য খোলা: an open competition. the open door খোলাদুয়ার বা মুক্ত বাণিজ্যনীতি, যাতে বিদেশি বণিকেরা অবাধে আসতে পারে; করমুক্ত বাণিজ্য। open shop যে কারখানায় ট্রেড ইউনিয়নের সদস্য নয় এমন শ্রমিকেরা ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকদের সঙ্গে সমতার ভিত্তিতে কাজ করতে পারে। keep open house অভ্যাগত সবাইকে আতিথেয়তা দেখানো। (৬) অমীমাংসিত: leave a matter open. open-ended (adjective) (আলোচনা, বিতর্ক) একাধিক সম্ভাব্য সমাধান আছে এমন; মীমাংসাহীন। an open question যে প্রশ্নের উত্তর/সমাধান নেই। an open verdict কোনো মৃত্যুর ঘটনা ও কারণ সম্বন্ধে জুরির রায়- স্বাভাবিক বা দুর্ঘটনাবশত মৃত্যু বা আত্মহত্যা কি না যে রায়ে তা বলা হয় না। have/keep an open mind (on something) কোনোকিছু পুনর্বিবেচনা করতে বা নতুন তথ্যপ্রমাণ যুক্তি ইত্যাদি গ্রহণ করতে রাজি থাকা। open-minded (adjective) সংস্কারমুক্ত; মুক্তমনা। (৭) বেচাকেনার জন্য বা দর্শক-শ্রোতার প্রবেশনের জন্য প্রস্তুত: The shops are not open yet, দোকান এখনো খোলেনি। (৮) সবার জানা; গোপন বা আড়াল করা নয়; খোলামেলা: an open scandal; an open character. He was not quite open with me, আমার সঙ্গে খোলামেলা কথা বলেনি, চলেনি ইত্যাদি। an open letter সচরাচর প্রতিবাদ হিসেবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশে লিখিত কিন্তু সবার জ্ঞাতার্থে সংবাদপত্র বা সাময়িকীতে প্রেরিত ও প্রকাশিত চিঠি; খোলাচিঠি। (৯) অরক্ষিত। be/Iay oneself open to something নিজেকে (কোনোকিছুর) আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত করার মতো আচরণ করা: She laid herself open to ridicule. (১০) মিটিয়ে ফেলা; চুকিয়ে ফেলা বা বন্ধ করে দেওয়া হয়নি এমন: He kept his account open at the bank. (১১) (phrase- সমূহ) open-and-shut সহজে মীমাংসা করা যায় এমন; স্পষ্ট; সরল: This is an open-and-shut murder case. open-cast (adjective) উপরের স্তর সংলগ্ন: open-cast minig, ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর থেকে খননের কাজ। an open cheque ব্যাংক থেকে সরাসরি ভাঙানো যায় এমন ক্রস-না-করা চেক। open-heart surgery কৃত্রিম উপায়ে রক্তসঞ্চালন অব্যাহত রেখে সরাসরি হার্ট বা হৃৎপিণ্ডের উপর যে অপারেশন করা হয়। open-plan অভ্যন্তরীণ দেওয়াল ছাড়া: an open plan office. The open season মুক্ত মাস, যখন মাছ বা পশুপাখি শিকারের উপর বিধিনিষেধ থাকে না। an open secret যে গোপন কথা সবাই জানে। the Open University যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাসায় থেকে পত্রযোগাযোগের মাধ্যমে, পাঠ্যবই ও রেডিও টিভির বিশেষ অনুষ্ঠানের মারফত শিক্ষা গ্রহণ করে।  (noun) the open মুক্তবায়ু। openly (adverb) লুকোচুরি না-করে; খোলাখুলিভাবে: speak openly. openness (noun) [uncountable noun]