ব পৃষ্ঠা ১২১
- Bengali Word বোটকা English definition [বোট্কা] (বিশেষণ) ১ পাঁঠার গায়ের গন্ধের ন্যায় উৎকট গন্ধযুক্ত; বিশ্রী গন্ধ (বাঘের গায়ের বোটকা গন্ধের মত-মুহম্মদ আবদুল হাই)। ২ উৎকট; বিশ্রী গন্ধ। {বোকা+টিয়া>(বর্ণবিপর্যয়ে)বোটকা}
- Bengali Word বোটানি, বটানি English definition [বোটানি] (বিশেষ্য) উদ্ভিদবিদ্যা (সাইকলজি এবং সোশিয়লজি যে বোটানির অন্তর্ভূক্ত একথা তো কোন কেতাবে কোরানে লেখে না-প্রমথ চৌধুরী)। {(ইংরেজি) botany}
- Bengali Word বোটে English definition ⇒ বইঠা
- Bengali Word বোঠান English definition ⇒ বউ
- Bengali Word বোঠে English definition ⇒ বইঠা
- Bengali Word বোত, বুত English definition [বোত্, বুত্] (বিশেষ্য) প্রতিমা; মূর্তি। বোতখানা (বিশেষ্য) প্রতিমাগার; যেখানে বহু মূর্তি আছে (বোতখানা যত ছিল তামাম তুড়িয়া দিল-সৈয়দ হামজা)। বোতপরস্ত (বিশেষ্য), (বিশেষণ) মূর্তি-পূজক। বোতপরস্তি (বিশেষ্য) মূর্তিপূজা। {(ফারসি) বুত}
- Bengali Word বোতল English definition [বোতোল্] (বিশেষ্য) বড় শিশি; সরু মুখবিশিষ্ট কাচের পাত্র। {(পর্তুগিজ) botella; (ইংরেজি) bottle}
- Bengali Word বোতাম, বুতাম English definition [বোতাম্, বুতাম্] (বিশেষ্য) জামা প্রভৃতির খোলা অংশ আটকাবার এক প্রকার গুটিকা (বোতাম আঁটা জামার নিচে শান্তিতে শয়ান-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(পর্তুগিজ) botao, (ইংরেজি) button}
- Bengali Word বোদা ১ English definition [বোদা] (বিশেষণ) স্বাদহীন; বিস্বাদ (এখানকার জল, হুজুর বোদা পানসে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিস্বাদ>(?)}
- Bengali Word বোদা ২, ভোদা English definition (অশিষ্ট) (বিশেষ্য) যোনি; স্ত্রীঅঙ্গ। {আঞ্চলিক}
- Bengali Word বোদাল English definition [বোদাল্] (বিশেষ্য) বোয়াল মাছ। {(তৎসম বা সংস্কৃত) বোদাল}
- Bengali Word বোদ্ধা, বোদ্ধৃ English definition [বোদ্ধা, বোদ্ধৃ] (বিশেষণ) ১ সমঝদার; বুঝতে সমর্থ। ২ বুদ্ধি দ্বারা গ্রহণকারী। বোদ্ধব্য (বিশেষণ) জ্ঞেয়; বুঝতে হবে বা বোঝা উচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+তৃ(তৃচ্)}
- Bengali Word বোধ English definition [বোধ্] (বিশেষ্য) ১ অনুভূতি; উপলব্ধি (দুঃখবোধ)। ২ জ্ঞান; বুদ্ধি (বোধগম্য)। ৩ প্রবোধ; সান্ত্বনা। ৪ চেতনা। ৫ ধারণা; অনুমান; আন্দাজ (বোধ হয়)। বোধক, বোধয়িতা (বিশেষণ) ১ সূচক; জ্ঞাপক। ২ চেতনাদানকারী; প্রবুদ্ধকারী; সান্ত্বনাদাতা। ৩ বোধদানকারী; জ্ঞানদানকারী। বোধিকা, বোধয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। বোধগম্য (বিশেষণ) জ্ঞেয়; অর্থ বোঝা যায় এমন; বোধ্য। বোধন (বিশেষ্য) ১ জ্ঞান; অবগতি; জাগরণ; চৈতন্য। ২ হিন্দুমতে দুর্গাপূজার আগে দেবীর জাগরণের আয়োজন। ৩ উদ্দীপন। ৪ উদ্বোধন। ৫ বোধসম্পাদন। বোধশোধ (বিশেষ্য) সহজবুদ্ধি; জ্ঞানবুদ্ধি; বুদ্ধিশুদ্ধি। বোধাতীত (বিশেষণ) বুদ্ধির অতীত; জ্ঞানের অতীত; বোঝা যায় না বা জানা যায় না এমন; অজ্ঞেয়; দুর্জ্ঞেয়; জ্ঞাতব্য। বোধিত (বিশেষণ) ১ প্রবোধিত; বুঝানো হয়েছে এমন; বোধপ্রাপ্ত। ২ জাগরিত। ৩ উদ্বোধিত। ৪ চেতনাপ্রাপ্ত। বোধিতব্য (বিশেষণ) বিজ্ঞাপ্য; জ্ঞাতব্য। বোধোদয় (বিশেষ্য) জ্ঞানের উদ্রেক; চেতনার আবির্ভাব। বোধ্য (বিশেষণ) বুঝতে পারা যায় এমন (অন্য কোন বোধ্য ভাষাতে যদি ধর্মচর্চা না থাকে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বোধি English definition [বোধি] (বিশেষ্য) ১ প্রজ্ঞা; সহজ জ্ঞান; intuition। ২ পরম জ্ঞান; তত্ত্বজ্ঞান। ৩ সমাধিবিশেষ। ৪ অশ্বত্থ গাছ; বোধিদ্রুম। বোধিদ্রুম, বোধিবৃক্ষ (বিশেষ্য) যে অশ্বত্থ বৃক্ষের তলায় শাক্যসিংহ বুদ্ধত্ব লাভ করেছিলেন। বোধিসত্ত্ব (বিশেষ্য) বৌদ্ধশাস্ত্রে বর্ণিত বুদ্ধত্বের অব্যবহিত পূর্ববর্তী অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+ই(ইন্)}
- Bengali Word বোধিকা, বোধিত, বোধিতব্য, বোধ English definition ⇒ বোধ
- Bengali Word বোন English definition [বোন্] (বিশেষ্য) ভগিনী; ভগ্নি; সহোদরা। বোনঝি (বিশেষ্য) ভগ্নির কন্যা। বোনপো (বিশেষ্য) ভগ্নির পুত্র। বোনাই (বিশেষ্য) ভগ্নিপতি; বোনের স্বামী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>বইন>বোন}
- Bengali Word বোনা, বুনা English definition [বোনা, বুনা] (ক্রিয়া) ১ শস্য রোপন করা (ধান বোনা)। ২ বয়ন করা (মনির কোমল আঙুলের স্পর্শ দিয়া ইহা বোনা-রবীন্দ্রনাথ ঠাকুর))। □(বিশেষ্য) শস্য রোপন; বপন। □(বিশেষণ) বয়নকৃত; বোনা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বপন>বুনন>বোনা}
- Bengali Word বোবা English definition [বোবা] (বিশেষণ) ১ বাকশক্তিহীন; মূক (বোবা নামক নির্বাক জীবদের বোধ হয় এমনি সৌভাগ্য ছিল-ওবায়েদুল হক)। ২ নির্বাক। ৩ চাপা; প্রকাশের অসাধ্য (বোবা কান্না)। বোবাকালা (বিশেষণ) মূক ও বধির {ধ্বন্যাত্মক}
- Bengali Word বোমা ১, বোম ১ English definition [বোমা, বোম্] (বিশেষ্য) ১ বিস্ফোরক ধাতু দিয়ে তৈরি গোলকবিশেষ; মারাত্মক বিস্ফোরক অস্ত্র। ২ আতশবাজিবিশেষ। বোমাবাজ (বিশেষণ) বোমা নিক্ষেপ করে এমন (বোমাবাজ সৈন্যও ধরা পড়িতেছে-মনোজ বসু)। বোমাবাজি (বিশেষণ) বোমা নিক্ষেপ করার কাজ। বোমারু (বিশেষণ) বোমা নিক্ষেপ করা যায় এমন; বোমা নিক্ষেপক (বোমারু বিমান)। {(পর্তুগিজ) bomba, (ইংরেজি) bomb}
- Bengali Word বোমা ২ English definition [বোমা] (বিশেষ্য) পানি তোলার নল বা যন্ত্র; পাম্প। {(ইংরেজি) pump}