ব পৃষ্ঠা ১২২
- Bengali Word বোমা ৩ English definition [বোমা] (বিশেষ্য) সূক্ষ্মাগ্র যন্ত্র যা দিয়ে বস্তা ছিদ্র করে মালের নমুনা বের করা হয়। {(ইংরেজি) pump}
- Bengali Word বোমারু English definition ⇒ বোমা১
- Bengali Word বোম্বাই English definition [বোম্বাই] (বিশেষ্য) ১ ভারতের সাবেক প্রদেশ। ২ ভারতের অন্যতম প্রধান নগর, বর্তমান নাম মুম্বাই। ৩ বোম্বেতে জাত বা উৎপন্ন। ৪ বড়; বৃহৎ (বোম্বাই মুলা)। {মারাঠি. মুম্বাই>বোম্বে}
- Bengali Word বোম্বাটে, বোম্বেটে, বম্বাটে, বম্বেটে English definition [বোম্বাটে, বোম্বেটে, বোম্বাটে, বোম্বেটে] (বিশেষ্য) ১ জলদস্যু (ওলন্দাজ দিনেমাটি বোম্বেটে জাহাজ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সাংঘাতিক লোক; বেপরোয়া ব্যক্তি। {(পর্তুগিজ) bombardeiro}
- Bengali Word বোর English definition [বোর্] (বিশেষ্য) কুলের আঁটির মতো ধাতব দানা; সোনারুপার নির্মিত দানা। {(তৎসম বা সংস্কৃত) বদর>}
- Bengali Word বোরকা, বোরখা English definition [বোর্কা, বোর্খা] (বিশেষ্য) ১ মুসলিম নারী কর্তৃক ব্যবহৃত আপাদমস্তক আবৃত এক প্রকার ঢিলেঢালা পোশাক; পর্দা-পরিচ্ছদ। ২ আবরণ; ঘেরাটোপ (পাষাণ কবর বোরকা খোল দেখব তোমায় সুন্দরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) বুরকা}
- Bengali Word বোররাক, বোরাক, বুররাক English definition [বোর্রাক্, বোরাক্, বুর্রাক্] (বিশেষ্য) পক্ষবিশিষ্ট স্বর্গীয় অশ্ব-এর মুখ নারীর মতো, শরীরের বাকি অংশ ঘোড়ার আকৃতিবিশিষ্ট; যে বিদ্যুৎ- গতি স্বর্গীয় বাহন মে’রাজ রাত্রিতে হজরত মুহম্মদ (সা.)- কে বহন করে ঊর্ধ্বলোকে আরোহণ করেছল (সেবহ রসুলে অতি বোরাক বাহন গতি জিব্রাইল যাহার যোগান-কাজী দৌলত; এমনি যে কোন নীরব নিশীতে এল বোররাক বহিয়া জ্যোতি-ফররখ আহমদ; রাখ বেঁধে তাজী বুররাক-গোলাম মোস্তফা)। {(আরবি) বুরাক}
- Bengali Word বোরহান English definition [বোর্হান্] (বিশেষ্য) ১ দলিল; প্রমাণ (ও যে বিশ্বের চির সাচ্চারই বোরহান-কাজী নজরুল ইসলাম)। ২ নগ্ন। {(আরবি) বুরহান}
- Bengali Word বোরহানি English definition [বোর্হানি] (বিশেষ্য) ১ টক দইয়ের সঙ্গে বিটলবণ, গোলমরিচ, জিরা ইত্যাদি মিশিয়ে তৈরি হজম সহায়ক পানীয়। {(ফারসি) বুরহানী}
- Bengali Word বোরা English definition [বোরা] (বিশেষ্য) ১ চটের থলি; ছালা; বস্তা। ২ রশি- নির্মিত থলি বিশেষ। {(হিন্দি) বোরা}
- Bengali Word বোরো English definition [বোরো] (বিশেষ্য) বৈশাখে কাঁটা হয় এমন ধানবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বোরব>}
- Bengali Word বোর্ড English definition [বোর্ড্] (বিশেষ্য) ১ কাষ্ঠফলক; ফলক; পাটা; তক্তা (ব্লাকবোর্ড)। ২ স্থায়ী সমিতি; পরিষদ; পর্ষদ; মন্ত্রণাসভা (ইউনিয়ন বোর্ড)। ইউনিয়ন বোর্ড (বিশেষ্য) গ্রামের উন্নতির জন্যে প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানবিশেষ। জেলাবোর্ড (বিশেষ্য) জেলার উন্নতি বিধানের জন্যে স্থাপিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানবিশেষ; ডিস্ট্রিক্ট বোর্ড। পিসবোর্ড, পিচবোর্ড (বিশেষ্য) তক্তার মতো শক্ত কাগজের ফলকবিশেষ। ব্লাকবোর্ড (বিশেষ্য) কালো রঙে রঞ্জিত পুরু তক্তাবিশেষ যাতে চক দিয়ে লেখা যায়। {(ইংরেজি) board}
- Bengali Word বোল ১ English definition ⇒ বউল
- Bengali Word বোল ২ English definition [বোল্] (বিশেষ্য) ১ বাক্য; কথা; বুলি; বচন; ভাষা। ২ ধ্বনি; অস্পষ্ট কথা (শিশুর বোল)। ৩ বাদ্য (চরণে নূপুর বোল-সুফী মোতাহার হোসেন)। ৪ বাজনার গৎ। ৫ মন্ত্র জ্ঞান (নও বোল লিখিয়া-মানিক রাজার গান)। বোলচাল (বিশেষ্য) ১ বাগাড়ম্বরপূর্ণ কথাবর্তা। বোলবোলা (বিশেষ্য) ১ হাঁকডাক। ২ প্রভাব; প্রতিপত্তি; প্রতাপ; শক্তি। ৩ নামডাক। {(প্রাকৃত) বোল্ল>}
- Bengali Word বোল ৩ English definition [বোল্] (বিশেষ্য) ১ ক্ষার ও পানি। ২ ফেনা। ৩ গন্ধরস (কাপড় কাচে ক্ষার আর বোলে- ক্ষেমানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) √বা+ল; (ফারসি) বোল}
- Bengali Word বোল ৪ (ব্রজবুলি) English definition [বোলো] (ক্রিয়া) বলো; বোলো (না বোল বচন-বিদ্যাপতি)। বোলই (প্রাচীন বাংলা) (ক্রিয়া) বলে (বিরুআ বোলই-চর্যাপদ)। বোলত (ব্রজবুলি) (ক্রিয়া) বলে (বোলত মধুরিম বাণী-বিদ্যাপতি)। বোলতহঁ, বোলতহিঁ (ব্রজবুলি) (ক্রিয়া) বলছে। বোলহিঁ (ব্রজবুলি) (ক্রিয়া) বলে। বোলতহুঁ বলি। বোলব (ব্রজবুলি) বলব (কি বোলব হাম-বিদ্যাপতি)। বোলএ (ক্রিয়া) বলে। বোলওঁ (ক্রিয়া) বলছি। বোলসি (ক্রিয়া) বলছিস; বলছ। বোলহ (ক্রিয়া) বলছ। বোলইআঁ (ক্রিয়া) জানিয়ে; বলে কয়ে। বোলাইলেঁ (ক্রিয়া) ঘোষণা করলে (তবেঁ বোলাইলেঁ সতী-বড়ু চণ্ডীদাস)। বোলাইলোঁ (ক্রিয়া) আহ্বান করলাম (এঁকে একেঁ সখিজন সহ্মাক বোলাইলোঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্>(প্রাকৃত) বোল্ল>}
- Bengali Word বোলটু, বল্টু, বোল্টু English definition [বোল্টু] (বিশেষ্য) মজবুত করে আটবার লোহা; শলাকাবিশেষ; পেরেকজাতীয় ছিটকানি। {(ইংরেজি) bolt}
- Bengali Word বোলতা English definition [বোল্তা] (বিশেষ্য) বিষাক্ত হুলবিশিষ্ট পতঙ্গবিশেষ। বোলতার চাকে খোঁচা দেওয়া (ক্রিয়া) শত্রুকে উত্তেজিত করা; নিজের দুর্ব্যবহারে হিংস্র জনতাকে খেপানো। {(তৎসম বা সংস্কৃত) বরটা>}
- Bengali Word বোলন (মধ্যযুগীয় বাংলা) English definition [বোলন] (বিশেষ্য) বল্লভ; প্রিয়; নাগর (বোলন রসিক বিলাসিনী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বল্লভ>}
- Bengali Word বোলন্ত, বলিলেন্ত (মধ্যযুগীয় বাংলা) English definition [বোলোন্ত, বোলিলেন্ত] (ক্রিয়া) বললেন (শুনি বোলন্ত নৃপতি, ভীমক এহেন বলিলেন্ত-শ্রীকর নন্দী)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্>(প্রাকৃত) বোল্ল>}