স পৃষ্ঠা ১৬
- Bengali Word সঞ্চয় English definition [শন্চয়্] (বিশেষ্য) ১ সংগ্রহ; চয়ন; আহরণ। ২ জমানো; পুঁজিকরণ। ৩ অবস্থান (খিড়কি উত্তর ভাগে....তার আগে প্রতি বাড়ী কূপের সঞ্চয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সঞ্চয়ন (বিশেষ্য) সংগ্রহ করার কাজ; নির্বাচিত সংগ্রহ (কাব্য-সঞ্চয়ন)। সঞ্চয়নী (বিশেষ্য) বিবিধ প্রবন্ধ সংবলিত সাময়িক পত্র-পত্রিকা। সঞ্চিতা, সঞ্চয়িতা (বিশেষ্য) কবিতা বা গল্প ইত্যাদির সংগ্রহ। সঞ্চয়ী (-য়িন্) (বিশেষণ) আহরণকারী; সঞ্চয়কারী; জমাকারী। সঞ্চিত (বিশেষণ) রাশীকৃত; আহত; জমা করা হয়েছে এমন (সঞ্চিত অর্থ)। সঞ্চীয়মান (বিশেষণ) উপচীয়মান; সঞ্চয় হচ্চে এমন (সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। সঞ্চেয় (বিশেষণ) সঞ্চয় করার উপযুক্ত; আহরণযোগ্য (সঞ্চেয় বস্তু)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√চি+অ(অচ্)}
- Bengali Word সঞ্জনন, সঞ্জননা English definition [শন্জনোন্, শন্জনোনা] (বিশেষ্য) উৎপাদন; উৎপাদনশক্তি। {(তৎসম বা সংস্কৃত) সম্+√জন্+অন(ল্যুট্), +আ(টাপ্)}
- Bengali Word সঞ্জাত English definition [শন্জাতো] (বিশেষণ) উদ্ভূত; উৎপন্ন (কর নবজীবন সঞ্জাত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সম্+জন্+ত(ক্ত)}
- Bengali Word সঞ্জাব English definition [শন্জাব্] (বিশেষ্য) ১ জামা কাপড়ে লাগনো পাড়। ২ আস্তর; lining। {(ফারসি) সন্জাফ্}
- Bengali Word সঞ্জীব, সঞ্জীবন ১ English definition [শোন্জিব্, শোন্জিবন্] (বিশেষ্য) প্রাণধারণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√জীবি+অ(অচ্), অন(ল্যুট্)}
- Bengali Word সঞ্জীবন ২ English definition [শোন্জিবন্] (বিশেষ্য) ১ প্রাণ ধারণ; উত্তমরূপে জীবন ধারণ। ২ জীবন সঞ্চার। ৩ প্রান রক্ষাকারী; জীবন সঞ্চারকারী। সঞ্জীবনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)প্রাণরক্ষাকারী বা জীবনদানকারী ঔষধবিশেষ (উশনা কুশ পানে চিন্তি সঞ্জীবনী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)জীবন সঞ্চারকারিণী। সঞ্জীবিত (বিশেষণ) পুনজীবিত; পুনরুজ্জীবিত (বিজ্ঞান এবং দর্শনকে তাঁরাই সঞ্জীবিত করেন-এস. ওয়াজেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√জীব্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word সট ১ English definition [শট্] (অব্যয়) ক্ষিপ্রতাবাচক; অতি দ্রুততাসূচক (সট করে সরে যাওয়া)। (তুলনীয়) ঝট। সট সট (অব্যয়) ঝটপট বা দ্রুত পলায়নপর অনেক লোকের অবসৃয়মাণ অবস্থাজ্ঞাপক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word সট ২ English definition [সট্] (বিশেষ্য) নিক্ষেপ; ফুটবল খেলার সময় পা দিয়ে বল মারা (ফুটবলী ভাষায় একটা তীব্র সট-এর....ফলে গোলটি হলো-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) shot}
- Bengali Word সটকা ১ English definition [শট্কা] (বিশেষ্য) ১ নলবিশিষ্ট আলবোলা (এত বিপদেও তিনি সারারাত বাঁধানো চালাতে বসিয়া ধীরভাবে কাঠের নল বসানো সটকাতে তামাক টানিতেছেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ মাছি ধরার কাঠিকল। {(হিন্দি) সটক>}
- Bengali Word সটকা ২ English definition [সট্কা] (ক্রিয়া) পলায়ন করা। সটকানো (বিশেষ্য) পলায়ন; ভেগে যাওয়া; অগোচরে সরে পড়া (নিজে সটকান দেওয়া-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সটকান দেওয়া (ক্রিয়া) পলায়ন করা (ধমক খেয়ে পাড়ার মেয়েরা সটকান দিলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(হিন্দি) সটকা}
- Bengali Word সটান English definition [শটান্] (ক্রিয়াবিশেষণ) ১ একটানা; সোজাসুজি (কাকেও কিছু না বলে সটান গোসা-ঘরে ঢুকে খিল এঁটে দিল-হাবীবুর রহমান)। ২ লম্বভাবে; টান টান অবস্থায় (রেখা ঘুমিয়ে আছে সটান অঘোরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+(বাংলা) টান}
- Bengali Word সটীক English definition [শটিক্] (বিশেষণ) টীকা সম্বলিত; টীকাসহ; ব্যাখ্যাযুক্ত (সটীক অনুবাদ)। {(তৎসম বা সংস্কৃত) স+টীকা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সট্টক English definition [সট্টক্] (বিশেষ্য) প্রাকৃত ভাষায় রচিত নাটক। {(তৎসম বা সংস্কৃত) সট্টক>}
- Bengali Word সঠিক English definition [শঠিক্] (বিশেষণ) যথার্থ; সত্য সত্য; নির্ভুল; ঠিক (সঠিক ঘটনা বল)। □(ক্রিয়াবিশেষণ) ঠিকমতো। বেঠিক (বিপরীতার্থক শব্দ)। {(হিন্দি) ঠিকসা>; সুঠিক>}
- Bengali Word সডাক English definition [শডাক্] (বিশেষণ) ডাকমাশুলসমেত; with postage (মূল্য সডাক পাঁচটাকা)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+(বাংলা) ডাক}
- Bengali Word সতত English definition [শতোতো] (ক্রিয়াবিশেষণ) সদা; সর্বদা; নিরন্তর; অনবরত। {(তৎসম বা সংস্কৃত) সতত+(অ)অচ; সম্+√তন্+ত(ক্ত)}
- Bengali Word সততা English definition [শতোতা] (বিশেষ্য) ন্যায়পরায়ণতা; সাধুতা (সতত ব্যক্তি-চরিত্রের মহৎ গুণ)। {(তৎসম বা সংস্কৃত) সত্তা>}
- Bengali Word সতন্তর (মধ্যযুগীয় বাংলা) English definition [শতন্তর্] (বিশেষণ) স্বাধীন; স্বেচ্ছাচারী (স্বামী দুরুবার মোর নহোঁ সতন্তর-বড়ু চণ্ডীদাস)। (স্ত্রীলিঙ্গ)সতন্তরা, সতন্তরী। {(তৎসম বা সংস্কৃত) স্বতন্ত্র>}
- Bengali Word সতবর্গ English definition [শত্বর্গো] (বিশেষ্য) ফুল গাছবিশেষ (লবঙ্গ গোলাপ চাম্পা সতবর্গ যূথী-সৈয়দ আলাওল)। {অজ্ঞাতমূল}
- Bengali Word সতর ১ English definition [সতর্] (বিশেষ্য) ১ লজ্জাস্থান আচ্ছাদন। ২ ইসলামি শাস্ত্র মতে পুরুষ ও নারীর দেহের নির্দিষ্ট স্থান পর্যন্ত ঢেকে রাখার নাম (পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখমণ্ডল, হাত ও পায়ের পাতা ব্যতীত সর্বাঙ্গ সতর বা আচ্ছাদনযোগ্য)। {(আরবি) সতর্}