স পৃষ্ঠা ১৭
- Bengali Word সতর ২, সতের, সতেরো English definition [শতরো, শতেরো, শতেরো] (বিশেষ্য) (বিশেষণ) সপ্তদশ; ১৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তদশ>}
- Bengali Word সতা (মধ্যযুগীয় বাংলা) English definition [শতা] (বিশেষ্য) সতিন (গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। সতাই (বিশেষ্য) বিমাতা (পদ্মা বলে সতাই তুমি জগতের মাতা-বিজয় গুপ্ত)। সতাতো, সতাত, সতালো (বিশেষণ) বৈমাত্রেয় (সতাতো ভাই)। সতা-সতিন (বিশেষণ) সতিন সম্পর্ক (দুইয়ের যেন সতাসতীন সম্পর্ক-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সপত্নী>}
- Bengali Word সতালি English definition [শাতালি] (বিশেষণ) সপ্ত আকাশ স্পর্শকারী; সুউচ্চ (নিদমহলের সাতালি পাহাড় প্রাচীরেতে ঘেরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ততল>+ই}
- Bengali Word সতী English definition [শোতি] (বিশেষণ) সাধ্বী; পতিব্রতা; স্বামী ভিন্ন অন্য পুরুষে আসক্ত নয় এমন (সতী নারীর পতি যেন পর্বতের চূড়া-মানিক রাজার গান)। (বিশেষ্য) ১ হিন্দু পুরাণের দক্ষ কন্যা; শিবানী (লুকাইল দশ মূর্তি সতী হইলা সতী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ স্বামীর মৃত্যুতে সহগামিনী স্ত্রী (সতীদাহ)। সতীচ্ছদ (বিশেষ্য) কুমারী-ঝিল্লি; যোনিমুখের পাতলা পর্দা। সতীত্ব (বিশেষ্য) যৌন পবিত্রতা; পাতিব্রতা; সতী স্ত্রীর ধর্ম। সতীদাহ (বিশেষ্য) হিন্দু মতে মৃত স্বামীর চিতায় স্ত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ। সতীধর্ম (বিশেষ্য) স্বামীর প্রতি নারীর একনিষ্ঠতা বা যৌন পবিত্রতা। সতীপনা, সতীগিরি (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) সতীত্বের ভুয়া গর্ব বা মিথ্যা ভড়ং। সতীলক্ষ্মী (বিশেষ্য) সতীসাধ্বী ও ধরের লক্ষ্মীস্বরূপা (রাবেয়ার মতো সতীলক্ষ্মী মেয়ে সংসারে বিরল)। সতীসাধ্বী (বিশেষ্য) পতিব্রতা ও অত্যন্ত পতিগতপ্রাণা। সতীসাবিত্রী (বিশেষ্য) হিন্দু মতে সাবিত্রীর মতো সতী। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ঈ(ঙীপ্)}
- Bengali Word সতীন English definition ⇒ সতিন
- Bengali Word সতীপনা English definition ⇒ সতী
- Bengali Word সতীর্থ, সতীর্থ্য English definition [শতির্থো] (বিশেষ্য) সহপাঠী; একই সময়ে এক গুরুর কাছে শিক্ষাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+তীর্থ (গুরুঘাট); সতীর্থ+য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সতীলক্ষ্মী, সতীসাধ্বী, সতীসাবিত্রী English definition ⇒ সতী
- Bengali Word সতুন English definition [শোতুন্] (বিশেষ্য) স্তম্ভ; থাম (কর্পূর নতুন ঘর সবর্ণ ইটাল হিরামণি রতন জড়িত অতি ভাল-সৈয়দ আলাওল)। {(ফারসি) সুতূন}
- Bengali Word সতুষ English definition [শতুশ্] (বিশেষণ) তুষের সঙ্গে বিদ্যমান; খোসাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+তুষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সতৃণ English definition [শতৃনো] (বিশেষণ) তৃণসহ; যেখানে তৃণসহ; যেখানে তৃণ আছে (বরষার সতৃণ প্রাঙ্গণে-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) স+তৃণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সতৃষ্ণ English definition [শতৃশ্নো] (বিশেষণ) ১ তৃষ্ণা বা পিপাসাযুক্ত। ২ আবেদনযুক্ত; লালায়িত; লুব্ধ; অতিশয় আগ্রহযুক্ত (সতৃষ্ণ নয়নে)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+তৃষ্ণা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সতেজ English definition [শতেজ্] (বিশেষণ) তেজি; বলবান; প্রাণপূর্ণ (সতেজ সরস ঘন; এখনো তাহারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+তেজা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সতেনী English definition ⇒ সতিন
- Bengali Word সতেরো, সতের English definition [শতেরো] (বিশেষ্য) (বিশেষণ) সপ্তদশ; ১৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তদশ>}
- Bengali Word সত্তম English definition [শত্তম্] (বিশেষণ) সর্বোৎকৃষ্ট; শ্রেষ্ঠ; সাধুশ্রেষ্ঠ (অতএব সাবধানে শুনহে সত্তম-রামেশ্বর)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+তম(তমপ্)}
- Bengali Word সত্তর English definition [শোত্তোর্] (বিশেষ্য) (বিশেষণ) ১ ৭০ সংখ্যা বা সংখ্যক। ২ আরবি ভাষায় ‘সত্তর’ সংখ্যাটি অজস্র অপরিমেয় অসংখ্য বহু অনেক অর্থে ব্যবহৃত। -বাংলার মুসলিম সমাজে শাস্ত্রীয় প্রসঙ্গে এ অর্থে ‘সত্তর’ বহুল ব্যবহৃত। (যেমন এক পয়সা দান করলে সত্তর পয়সা আয় হয়, এক ঘন্টা জ্ঞানের চর্চা সত্তর ঘন্টা এবাদতের সমান ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ততি>}
- Bengali Word সত্তা English definition [শত্তা] (বিশেষ্য) ১ অস্তিত্ব; স্থিতি; বিদ্যমানতা; বর্তমানতা (সৃষ্টির প্রথম হইতে মানুষ একজন সৃষ্টিকর্তার সত্তা উপলব্ধি করিয়া আসিতেছে-শেখ আবদুর রহিম)। ২ সাধুতা; শ্রেষ্ঠত্ব। ৩ আমত্ব বা স্বামীত্ব (আপন সত্তা)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+তা(তল্)}
- Bengali Word সত্ত্ব ১ English definition [শত্তো] (বিশেষ্য) ১ সত্তা; নিত্যতা; অস্তিত্ব (অর্থ থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত)। ২ প্রাণ; আত্মা; চৈতন্য (তার মধ্যে সত্ত্ব নেই)। ৩ বল; শক্তি; তেজ; পরাক্রম। ৪ স্বভাব; প্রকৃতি। ৫ উৎসাহ। ৬ ভ্রূণ (অন্তঃসত্ত্বা)। ৭ সত্ত্ব; রজঃ; তমঃ-প্রকৃতির এই গুণত্রয়ের মধ্যে শ্রেষ্ঠ গুণ। ৮ ধন; ঐশ্বর্য। সত্ত্বগুণ (বিশেষ্য) মহৎ-প্রবণতা; প্রাকৃতিক গুণত্রয়ের একটি গুণ (সত্ত্বগুণ যে তমোগুণ এবং রজোগুণের মাঝামাঝি একটি পদার্থ একথা সংখ্যাচার্যের অবগত নন-প্রমথ চৌধুরী)। সত্ত্বেও (অব্যয়) কোনো কিছু হলেও বা ঘটলেও। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ত্ব}
- Bengali Word সত্ত্ব ২ English definition [শত্তো] (বিশেষ্য) ফলের রস দ্বারা প্রস্তুত কোনো খাদ্যবস্তু (আমসত্ত্ব)। {(তৎসম বা সংস্কৃত) সত্ত্ব}